গাজীপুর জেলার একটি উপজেলা কাপাসিয়া। এই উপজেলাটি গাজীপুরের শ্রীপুর উপজেলার পূর্বে এবং নরসিংদীর মনোহরদী ও শিবপুর উপজেলার পশ্চিমে অবস্থিত। উপজেলাটিতে মোট ১১টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হচ্ছেঃ কাপাসিয়া, দূর্গাপুর, চাঁদপুর, তরগাঁও, বারিষাব, কড়িহাতা, সনমানিয়া, রায়েদ, সিংহশ্রী, টোক ও ঘাগটিয়া ইউনিয়ন।। কাপাসিয়া উপজেলার এই এগারোটি ইউনিয়নে অবস্থিত কওমী মাদরাসাসমূহের তালিকা তুলে ধরা হয়েছে এই লেখাটিতে।

কাপাসিয়া ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
কাপাসিয়া দারুল উলূম মাদরাসা ও এতিমখানা।
মাদরাসা ছওতুল কুরআন, সাফাইশ্রী (আদালতপাড়া)।
মাদরাসা নূরুল কোরআন ইসলামিয়া, বড়জোনা।
নূরানী তালীমুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, বরুন।
আন-নূর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসা, খোদাদিয়া।
কাপাসিয়া আরাবিয়া সাইদিয়া মাদরাসা, জুনিয়া, সাফাইশ্রী।
মাদরাসা তাহফিজুল কোরআন, খোদাদিয়া।
মাদরাসাতুল হুফফাজ কাপাসিয়া, বরুন রোড, তারা ভবন।
আন নূর ইন্টার ন্যাশনাল ক্যাডেট মাদরাসা, খোদাদিয়া।
মহিলা মাদরাসা
সৈয়দ মোঃ ফজলুল করীম রহ. ইসলামী মহিলা মাদরাসা, হাজী মুনিরুদ্দীনের বাড়ী, ৩য় তলা, মেইন রোড, কাপাসিয়া বাজার।
মাহমুদিয়া মহিলা মাদরাসা, সাফাইশ্রী।
*বিজ্ঞাপন
দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
দারুল আরকাম মাদরাসা ও এতিমখানা, রাওনাট।
মহিলা মাদরাসা
রাওনাট কারিমিয়া কওমী মহিলা মাদরাসা, রাওনাট।
চাঁদপুর ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
(এই ইউনিয়নের কোন কওমী মাদরাসা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
তরগাঁও ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
মাদরাসা দাওয়াতুল হক দেওনা।
মাদিনাতুল উলুম কলিম উদ্দীন হাফিজিয়া মাদরাসা, উত্তরখামের।
আশরাফুল মাদারিস, চিনাডুলী পাকবাঘিয়া।
(এই ইউনিয়নের কোন কওমী মহিলা মাদরাসা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
বারিষাব ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
(এই ইউনিয়নের কোন কওমী ছেলে মাদরাসা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
মহিলা মাদরাসা
উলুমুল কুরআন উমামা মহিলা মাদরাসা, বানার হাওলা।
হযরত ফাতেমাতুয যাহরা রা. মহিলা মাদরাসা,, বানার হাওলা।
নূরুল কোরআন মহিলা মাদরাসা, বানার হাওলা।
কড়িহাতা ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
(এই ইউনিয়নের কোন কওমী মাদরাসা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
সনমানিয়া ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
লুকমানিয়া মিফতাহুল উলূম মাদরাসা ও এতিমখানা, চর সনমানিয়া চর আলী নগর।
বায়তুন নূর মাদরাসা, আড়াল।
মহিলা মাদরাসা
মাখজানুল উলূম ইসলামিয়া কওমিয়া মহিলা মাদরাসা, বিষ্ণুপুর।
রায়েদ ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
(এই ইউনিয়নের কোন কওমী মাদরাসা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
সিংহশ্রী ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
সিংহশ্রী দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা, কুলগংগা।
(এই ইউনিয়নের কোন কওমী মহিলা মাদরাসা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
টোক ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, সুলতানপুর।
(এই ইউনিয়নের কোন কওমী মহিলা মাদরাসা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
ঘাগটিয়া ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
জামিয়া রশিদিয়া আশরাফিয়া, খিরাটী।
জামিয়া রাহিমা খাতুন দারুল উলূম মাদরাসা, ঘাগটিয়া।
(এই ইউনিয়নের কোন কওমী মহিলা মাদরাসা সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
একটি অনুরোধ
এই লেখাটিতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবুও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মাদরাসার নাম বাদ পড়তে পারে, কোন মাদরাসার ঠিকানা লেখায় ভুল হতে পারে অথবা এমনও হতে পারে যে, নিজস্ব ভবনে নির্মিত নয় এমন কিছু মাদরাসা তাদের পূর্বের ঠিকানা পরিবর্তন করেছে। যদি এমন কিছু চোখে পড়ে, তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানানোর অনুরোধ রইল।
Facebook Comments