মাদরাসাতুল কাসেম আল-ইসলামিয়ায় মাদানী নেসাব প্রথম বর্ষে ভর্তি চলছে।
এ মাদরাসাটি প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে এবং ২০০৪ সালে এ যুগের প্রখ্যাত বুজুর্গ হযরত আব্দুল হাই পাহাড়পুরি (রহিমাহুল্লাহু)-উনার দোয়ার মাধ্যমে এখানে মাদানী নেসাবের শাখা খোলা হয় এবং দীর্ঘ অনেক বছর এখানে মাদানী নেসাব চালু ছিল। তারপর ভবন পরিবর্তনসহ বিভিন্ন কারণে মাদানী নেসাবের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
আগামী রমযান (২০২১) থেকে আবারও এই মাদরাসায় মাদানী নেসাবের কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইন শা আল্লাহ্।
আমাদের লক্ষ্য ও পরিকল্পনা
মাদানী নেসাব প্রথম বর্ষের সিলেবাস
ভর্তি ফি ও মাসিক বেতন।
ঠিকানা ও যাতায়াতের সহজ পথ
বিস্তারিত জানতে ০১৯২৮৮৫১১৪৩ নাম্বারে কল দিন অথবা নিচের ফেসবুক পেজটিতে মেসেজ দিন।
Facebook Comments