কালিয়াকৈর উপজেলার সকল কওমী মাদরাসা (গাজীপুর জেলা, পর্ব-৬)

গাজীপুর জেলার একটি উপজেলা কালিয়াকৈর। এটি গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার পশ্চিমে অবস্থিত একটি উপজেলা। এই উপজেলায় ‘কালিয়াকৈর পৌরসভা’ নামে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হচ্ছেঃ ফুলবাড়ীয়া, চাপাইর, বোয়ালী, মৌচাক, শ্রীফলতলী, সূত্রাপুর, ঢালজোড়া,আটাবহ ও মধ্যপাড়া ইউনিয়ন। কালিয়াকৈর পৌরসভা ও কালিয়াকৈর উপজেলার সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হয়েছে এই লেখাটিতে। কালিয়াকৈর পৌরসভায় অবস্থিত সকল কওমী মাদরাসা ছেলে মাদরাসা চন্দ্রা দারুল উলূম মাহমুদ নগর মাদরাসা, ডাইনকিনি (চন্দ্রা ত্রিমোড়)। জামিয়া ইসলামীয়া ইমদাদুল উলূম ক্বাওমী মাদরাসা, চান্দরা উত্তরপাড়া, দিঘীরপাড়, বটতলা। আল হেরা ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, চান্দরা হরিণ হাটি। দারুল…