টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় অবস্থিত কওমী মাদরসাসমূহের নাম ও ঠিকানা (গাজীপুর জেলা, পর্ব-৪)

টঙ্গী মাদরাসা

টঙ্গী, গাজীপুর। তুরাগ নদীর তীরে অবস্থিত এই শহরটি দেশ-বিদেশের লাখো মানুষের কাছে পরিচিত ও প্রসিদ্ধ। বাংলাদেশের প্রায় মানুষই বিশ্ব ইজতেমা ও এর আখেরাতের মুনাজাতের গাজীপুরের টঙ্গী এলাকার নাম শুনেছেন অথবা জানেন। আজকের লেখায় এই এলাকায় অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হল। উল্লেখ্য যে, টঙ্গী শহরে ‘টঙ্গী পূর্ব’ ও ‘টঙ্গী পশ্চিম’ নামে দুইটি থানা রয়েছে এবং এই লেখাটিতে উভয় থানার সকল কওমী মাদরাসার তালিকা একত্রে প্রকাশ করা হয়েছে।

টঙ্গী মাদরাসা
গাজীপুর সদর উপজেলার ম্যাপে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকাকে লাল বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়েছে।

 

ছেলে মাদরাসা

জামিয়া নূরিয়া ইসলামিয়া, পূর্ব আরিচপুর।

দারুল উলূম মাদরাসা (টঙ্গী), শৈলারগাতি, চেরাগআলী।

আল জামিয়াতুল উসমানীয়া দারুল উলূম, সাতাইশ।

জামি‘আ রহমানিয়া সওতুল হেরা, পূর্ব আরিচপুর।

জামিয়া তাহফিজুল মিল্লাত মাদরাসা, বৌ-বাজার।

জামিয়া গাফুরিয়া মাখজানুল উলুম মাদরাসা ও এতীমখানা, মাছিমপুর।

জামিয়া আহসানুল উলূম হাকিমিয়া, মুদাফা।

মাদরাসাতুত তাকওয়া আল ইসলামিয়া, ৯৬/১ মোল্লাবাড়ী রোড, আউচপাড়া।

জামিয়া নেছারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, মরকুন (আনোয়ার সিল্ক গেইট)।

টঙ্গী বাইতুল আকরাম মসজিদ ও মাদরাসা ও কমপেক্স, দক্ষিন আউচপাড়া।

জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলূম, সিকদার গার্ডেন, ইউনুছ আলী সরকার রোড, মধুমিতা।

জামিয়া ইসলামিয়া আক্বায়েদে মদিনা ও এতিমখানা, আমতলী।

জামিয়াতুল এহসান কারীমিয়া টঙ্গী, বনমালা।

হামিদিয়া মসজিদ মাদরাসা, মরকুন পূর্ব পাড়া।

মাদরাসা ইমাম আবু হানিফা রহ., খাঁ পাড়া।

হাজীয়ানী তাহেরা বেগম হাজী আব্দুল গাফ্ফার মাদরাসা, কলমেশ্বর।

জামিয়া ফখরুল ইসলাম নুর মুহাম্মদ (মাদরাসা), মরকুন (মাষ্টারপাড়া)

মাযহারুল উলূম মালেকা বিবি মানব কল্যাণ মাদরাসা, আউচ পাড়া কলেজ রোড।

আল জামিয়াতুল ইসলামিয়া মফিজুল উলুম মাদরাসা, মরকুন।

মাদরাসাতুল আবরার ও এতিমখানা, ৫৫/১ আউচ পাড়া।

জামিয়াতু ইলইয়াস আল ইসলামিয়া, পাগাড়।

অলম্পিয়া জামিয়া ই আব্বাস রা. আল ইসলামীয়া, মাসিমপুর।

হালিমা ইসলামী সেন্টার কওমী মাদরাসা, সৈয়দ ফাতেমা খানম রোড।

কাজুখাঁন দারুল কোরআন মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স, দক্ষিণ আউচপাড়া।

জামিয়া বায়তুল ফালাহ, ১ নং বড় বাজার।

টঙ্গী বাজার দারুস সুন্নাহ কেরামতিয়া মাদরাসা, টঙ্গী বাজার।

হাজী হযরত আলী দারুল উলূম মাদরাসা, বড় দেওড়া আদর্শ পাড়া।

মদীনাতুল উলুম মাদরাসা, দত্তপাড়া।

ভাকরাল আব্দুল হাকিম মাস্টার মদিনাতুল উলূম ক্বওমী মাদরাসা, ভাকরাল।

রওজাতুল আতফাল তাহফিজুল কুরআন মাদরাসা, মরকুন টি এন্ড টি।

মাদরাসাতুল মানার আল আরাবিয়্যা ( ইসলামিক একাডেমী), দক্ষিন দত্তপাড়া।

আতাউল্লাহ দারুল উলূম মাদরাসা ও এতিমখানা, আউচপাড়া।

জামিয়াতুস সুফ্ফা আল ইসলামিয়া টঙ্গী, পাগাড়, সোসাইটি মাঠ।

নান্দু মোড়ল ইসলামীয়া মাদরাসা টংগী গাজীপুর, আউচপাড়া।

দারুল ফালাহ কাওমী মাদরাসা, ২১/১ আরিচপুর।

মাদরাসাতুল হুফ্ফাজ, চেরাগআলী।

মাদরাসাতু ওমর রা. আল ইসলামিয়্যাহ, শালিক চুড়া উত্তর দত্তপাড়া।

রসুলবাগ সওতুল কুরআন হাফেজিয়া মাদরাসা, রসূলবাগ।

সাফা তাহফীজুল কুরআন মাদরাসা, দত্তপাড়া হাজী মার্কেট।

মাদরাসা মারকাযুল কোরআন, পাগাড়।

গুটিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, গুটিয়া।

খরতৈল হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, খরতৈল।

জামিয়া হাফিজিয়া তালিমুল কুরআন মাদরাসা, এরশাদ নগর ৫ নং ব্লক।

মুসলিহুল উম্মাহ হিফজ মাদরাসা, ২১৪ লেদু মোল্লা রোড,দত্তপাড়া।

উবাই ইবনে কা‘ব রা. হিফজ মাদরাসা, বাড়ী-১৬০, মনসুর আলী রোড, মধ্য আরিচপুর।

ইক্বরা তাহফিজুল কুরআন মাদরাসা, হিমার দিঘীর পাড় চেরাগআলী।

বাইতুল আবরার মাদরাসা, খরতৈল।

মিফতাহুল উলূম মাদরাসা, এরশাদ নগর ৫নং ব্লক (কবরস্থানের পশ্চিমে)।

 

*বিজ্ঞাপন

হাফেজ মাদানি নেসাব

 

মহিলা মাদরাসা

জামিয়া উসমানিয়া দারুল উলূম সাতাইশ মহিলা মাদরাসা, সাতাইশ।

দারুল উলূম মহিলা মাদরাসা টঙ্গী, আরিচপুর।

দারুল এহসান ইসলামিয়া মহিলা মাদরাসা, টঙ্গী বাজার, আড়ৎ পট্টি।

তা‘লীমুল কুরআন বালিকা মাদরাসা, সৈলারগাতী।

দারুল আরকাম মহিলা মাদরাসা টঙ্গী, আরিচপুর গার্লস স্কুল রোড, বাইতুছ ছালাম মসজিদ সংলগ্ন।

হাজী কালু মিয়া আদর্শ মহিলা মাদরাসা, ১২৯/১ মুদাফা।

আশরাফুল উলূম আদর্শ বালিকা মাদরাসা, মরকুন মধ্যপাড়া।

নিদাউল কোরআন মহিলা মাদরাসা, দক্ষিণ খাঁ পাড়া।

হুজ্জত আলী মহিলা মাদরাসা, পূর্ব আরিচপুর।

ফাতিমাতুয যাহরা রা. বালিকা মাদরাসা, উত্তর দত্তপাড়া (চাঁনকিরটেক)।

মাহমুদীয়া মহিলা মাদরাসা, ইসলামপুর দত্তপাড়া।

দারুল হিকমাহ মহিলা মাদরাসা, ৯/১ আব্দুস সুবহান রোড, দত্তপাড়া।

জামি‘আ ইসলামিয়া ইক্বরা মহিলা মাদরাসা টঙ্গী, মধুমিতা (সিকদার গার্ডেন)।

সাইয়্যিদা ফাতেমা রা. বালিকা মাদরাসা, মরকুন।

সালিহাত বালিকা মাদরাসা, ইসলামপুর দত্তপাড়া।

মাহমুদিয়া কওমী মহিলা মাদরাসা, মধ্য আউচপাড়া।

তালিমুসসুফ্ফা কুরআনের আলো, বনমালা।

তাহসীনুল কুরআন বালিকা মাদরাসা, সফিউদ্দিন সরকার একাডেমী রোড, মধ্য আউচপাড়া

ফয়জুল ঊলূম মহিলা মাদরাসা, ১০৪/১ লেদু মোল্লা রোড দত্তপাড়া।

মারকাযুল ঊলূম বালিকা মাদরাসা, মরকুন (তিস্তা গেট)।

আয়েশা সিদ্দীকা রা. বালিকা মাদরাসা, উত্তর দত্তপাড়া (টেকবাড়ী)

আল ইসলাহ মহিলা মাদরাসা পাগাড়, পাগাড় ঝিনু মার্কেট।

হাজী শামসুদ্দীন ফকির মহিলা মাদরাসা, পূর্ব আরিচপুর

আয়েশা ছিদ্দিকা রা. বালিকা মাদরাসা, পূর্ব আরিচপুর।

 

একটি অনুরোধ

এই লেখাটিতে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার আওতাধীন এলাকাসমূহের সকল কওমী মাদরাসার তালিকা নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবুও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মাদরাসার নাম বাদ পড়তে পারে, কোন মাদরাসার ঠিকানা লেখায় ভুল হতে পারে অথবা এমনও হতে পারে যে, নিজস্ব ভবনে নির্মিত নয় এমন কিছু মাদরাসা তাদের পূর্বের ঠিকানা পরিবর্তন করেছে। যদি এমন কিছু চোখে পড়ে, তাহলে আমাদের ফেসবুক পেজে  মেসেজ দিয়ে জানানোর অনুরোধ রইল।

Facebook Comments

Leave a Comment