টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় অবস্থিত কওমী মাদরসাসমূহের নাম ও ঠিকানা (গাজীপুর জেলা, পর্ব-৪)

টঙ্গী মাদরাসা

টঙ্গী, গাজীপুর। তুরাগ নদীর তীরে অবস্থিত এই শহরটি দেশ-বিদেশের লাখো মানুষের কাছে পরিচিত ও প্রসিদ্ধ। বাংলাদেশের প্রায় মানুষই বিশ্ব ইজতেমা ও এর আখেরাতের মুনাজাতের গাজীপুরের টঙ্গী এলাকার নাম শুনেছেন অথবা জানেন। আজকের লেখায় এই এলাকায় অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হল। উল্লেখ্য যে, টঙ্গী শহরে ‘টঙ্গী পূর্ব’ ও ‘টঙ্গী পশ্চিম’ নামে দুইটি থানা রয়েছে এবং এই লেখাটিতে উভয় থানার সকল কওমী মাদরাসার তালিকা একত্রে প্রকাশ করা হয়েছে।   ছেলে মাদরাসা জামিয়া নূরিয়া ইসলামিয়া, পূর্ব আরিচপুর। দারুল উলূম মাদরাসা (টঙ্গী), শৈলারগাতি, চেরাগআলী। আল জামিয়াতুল উসমানীয়া দারুল উলূম, সাতাইশ। জামি‘আ…