গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত দুইটি থানা কোনাবাড়ী ও বাসন। পূর্বে এই দুই থানায় অবস্থিত এলাকাগুলো জয়দেবপুর থানার অন্তর্ভুক্ত ছিল। ২০১৮ সালে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গঠিত হওয়ার সময় এই দুইটি থানা গঠন করা হয়। এই দুই থানা এলাকায় অবস্থিত কওমী মাদরাসাসমূহের নাম ও ঠিকানা তুলে ধরা হয়েছে এই লেখাটিতে।

কোনাবাড়ী থানায় অবস্থিত কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
জামি‘আতুস সুফ্ফাহ আল ইসলামিয়া, জরুন।
খাইরুল মাদারিস, কোনাবাড়ী কলেজগেট।
জামেয়া ইসলামিয়া দারুল উলূম মোহাম্মাদিয়া মাদরাসা, আমবাগ।
কোনাবাড়ী দারুল উলূম মাদরাসা, নীলনগর।
মদীনাতুল উলূম জঈনুদ্দীন ক্বওমী মাদরাসা ও এতিমখানা, আমবাগ পশ্চিম পাড়া।
রাজাবাড়ী মদিনাতুল উলূম মাদরাসা, রাজাবাড়ী, বাইমাইল।
হামিউস সুন্নাহ মাদরাসা, হরিনাচালা (নতুন বাজার)।
মদিনাতুল উলুম মাদরাসা, হরিনাচালা (জেল রোড)।
ফয়জিয়া মাদরাসা, আমবাগ মধ্যপাড়া।
আলহাজ্ব মমির উদ্দীন দারুল উলূম কাওমী মাদরাসা, পশ্চিম মোগরখাল।
মার্কাযুল ইলমি ওয়াল আমাল হিফজ মাদরাসা, হরিণাচালা।
গাজীপুর জেলার সকল থানা এলাকার কওমী মাদরাসাসমূহের নাম ও ঠিকানা
মহিলা মাদরাসা
জামেয়া ইসলামিয়া হযরত ফাতেমা রা. (মহিলা মাদরাসা), জরুন, পিয়ারা বাগান।
কোনাবাড়ী দারুল উলূম মহিলা মাদরাসা, নীলনগর।
নুরুন নিসা মহিলা মাদরাসা, আমবাগ।
হযরত আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদরাসা, দেওয়ালিয়া বাড়ি।
হযরত ফাতেমাতুজ জোহরা রা. মহিলা মাদরাসা, হরিণাচালা।
মাদরাসাতুল মদিনা আল ইসলামিয়া বালিকা, ১১ নং ওয়ার্ড রাজাবাড়ী।
মাদরাসাতুল মাস্তুরাত লি তালিমিল ইসলাম, কোনাবাড়ী পশ্চিম পাড়া।
নূরে জান্নাত মহিলা মাদরাসা, নীলনগর।
আমবাগ আল কারিম মহিলা মাদরাসা, আমবাগ।
ফজিলাতুন্নাহার খায়ের আদর্শ মহিলা মাদরাসা, পারিজাত।
উম্মে নাজমা হাবিবা মহিলা মাদরাসা, কালের ভিটা।
হযরত উম্মে হাবিবাহ রা. মহিলা মাদরাসা, কোনাবাড়ী।
মারকাযুল উলূম আল ইসলামিয়া বালিকা ক্বওমী মাদরাসা, বাইমাইল।
মারকাজুল ইহসান মহিলা মাদরাসা, নীল নগর।
খাদিজাতুল কোবরা রা. মহিলা মাদরাসা, আমবাগ পুর্বপাড়া।
*বিজ্ঞাপন
বাসন থানায় অবস্থিত কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
জামিয়া আরাবিয়া নুরীয়া আলহাজ্ব মকবুল আহম্মেদ এতিমখানা, মোগর খাল।
জামিআ মুহাম্মাদিয়া হুসাইনিয়া গাজিপুর, মোগরখাল।
মাদরাসাতুর রহমান , আউট পাড়া।
জামিয়া রহিমিয়া ও এতিমখানা, মীরবহর (রহমতপুৃর)।
মুহাম্মাদীয়া দারুল উলুম হাফিজিয়া মাদরাসা, পশ্চিম মোগরখাল (সরকার বাড়ী)।
দারুল কুরআন ওয়াস সুন্নাহ মোগরখাল মাদরাসা, মোগরখাল।
জামিয়া আবুর আলী মন্ডল মাদরাসা, চান্দনা।
নঈমউদ্দিন হিফজুল কোরআন মাদরাসা ও এতিমখানা, ইটাহাটা।
মাদরাসাতুল আরাবিয়া, আউটপাড়া।
মারকাজুত তাহফিজ মাদরাসা, বাড়ী-৯৩৪, চান্দনা।
দিঘীর চালা দারুল উলূম মাদরাসা, দিঘীর চালা।
এমদাদিয়া আশরাফিয়া নাওজোর দারুল উলূম মাদরাসা, ইটাহাটা।
দারুল আবরার হিফজুল কুরআন মাদরাসা, বাড়ীয়ালী নলজানী।
আলহাজ্ব রহমত আলী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, দক্ষিণ টেকনগ পাড়া।
সৈয়দ আলী ইসলামিয়া দাখিল মাদরাসা (হিফজ শাখা), আউটপাড়া।
খালিকিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানা, ভোগড়া।
মহিলা মাদরাসা
ফাতেমাতুয যাহরা রা. মহিলা মাদরাসা, ভোগড়া, বাইপাস, ১নং বাজার।
খাদিজাতুল জান্নাত বালিকা মাদরাসা, দঃ টেকনগ পাড়া।
দারুল সালাম মহিলা মাদরাসা, চান্দনা।
ছাহেরা-হামিদা বেগম মহিলা কওমী মাদরাসা, পশ্চিম মোগরখাল, .., //
উম্মে সুলাইম রা. মহিলা মাদরাসা, দিঘীরচালা।
নূরজাহান মহিলা মাদরাসা, টেকনগ পাড়া।
হালিমাতুস সাদিয়া রা. মহিলা মাদরাসা, রিয়াজ নগর (আউটপাড়া) চৌরাস্তা।
খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা, ভোগড়া (দক্ষিণ)।
তাদরিবুল কুরআন মহিলা মাদরাসা, মোগরখাল।
রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসা, চান্দনা মধ্যপাড়া।
জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মহিলা মাদরাসা, উত্তর ভোগড়া।
দিঘীরচালা আদর্শ মহিলা মাদরাসা, দিঘীরচালা।
ফাতেমাতুয যাহরা (রা:) মহিলা মাদরাসা, আউটপাড়া।
একটি অনুরোধ
এই লেখাটিতে গাজীপুর জেলার কোনাবাড়ী ও বাসন থানার আওতাধীন এলাকাসমূহের সকল কওমী মাদরাসার তালিকা নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবুও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মাদরাসার নাম বাদ পড়তে পারে, কোন মাদরাসার ঠিকানা লেখায় ভুল হতে পারে অথবা এমনও হতে পারে যে, নিজস্ব ভবনে নির্মিত নয় এমন কিছু মাদরাসা তাদের পূর্বের ঠিকানা পরিবর্তন করেছে। যদি এমন কিছু চোখে পড়ে, তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানানোর অনুরোধ রইল।
Facebook Comments