কোনাবাড়ী ও বাসন থানায় অবস্থিত কওমী মাদরসাসমূহের নাম ও ঠিকানা (গাজীপুর জেলা, পর্ব-৩)

কোনাবাড়ী

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত দুইটি থানা কোনাবাড়ী ও বাসন। পূর্বে এই দুই থানায় অবস্থিত এলাকাগুলো জয়দেবপুর থানার অন্তর্ভুক্ত ছিল। ২০১৮ সালে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গঠিত হওয়ার সময় এই দুইটি থানা গঠন করা হয়। এই দুই থানা এলাকায় অবস্থিত কওমী মাদরাসাসমূহের নাম ও ঠিকানা তুলে ধরা হয়েছে এই লেখাটিতে।     কোনাবাড়ী থানায় অবস্থিত কওমী মাদরাসা ছেলে মাদরাসা জামি‘আতুস সুফ্ফাহ আল ইসলামিয়া, জরুন। খাইরুল মাদারিস, কোনাবাড়ী কলেজগেট। জামেয়া ইসলামিয়া দারুল উলূম মোহাম্মাদিয়া মাদরাসা, আমবাগ। কোনাবাড়ী দারুল উলূম মাদরাসা, নীলনগর। মদীনাতুল উলূম জঈনুদ্দীন ক্বওমী মাদরাসা ও…