আড়াইহাজার উপজেলার সকল কওমী মাদরাসা (নারায়ণগঞ্জ জেলা, পর্ব-৬)

আড়াইহাজার মাদরাসা

নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা আড়াইহাজার। নরসিংদী সদর উপজেলার দক্ষিণ এবং কুমিল্লার মেঘনা উপজেলার পূর্ব-উত্তরে মেঘনা নদীর তীরে অবস্থিত এ উপজেলাটি। এ উপজেলায় ‘আড়াইহাজার’ ও ‘গোপালদী’ নামে দুইটি পৌরসভা এবং ১০টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হচ্ছেঃ সাতগ্রাম, দুপ্তারা, ব্রাহ্মন্দী, ফতেপুর, বিশনন্দী, মাহমুদপুর, হাইজাদী, উচিতপুরা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া ইউনিয়ন। আড়াইহাজার উপজেলার দু’টি পৌরসভা ও দশটি ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হয়েছে এ লেখাটিতে।