নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা রূপগঞ্জ। গাজীপুর ও নরসিংদি জেলার দক্ষিণে অবস্থিত এ উপজেলাটি নারায়ণগঞ্জের বৃহত্তম উপজেলা। এ উপজেলায় ‘কাঞ্চন পৌরসভা’ ও ‘তারাব পৌরসভা’ নামে দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলো হচ্ছেঃ মুড়াপাড়া, ভূলতা, গোলাকান্দাইল, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া ও ভোলাব ইউনিয়ন। রূপগঞ্জ উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হয়েছে এই লেখাটিতে।

কাঞ্চন পৌরসভায় অবস্থিত সকল কওমী মাদরাসাঃ
ছেলে মাদরাসাঃ
তাহফিযুল কুরআন মাদরাসা, কাঞ্চন।
মহিলা মাদরাসাঃ
দারুল উলূম রাজিয়া ইসলাম মহিলা মাদরাসা, বিরাব।
কওমী মাদরাসার পরিচয় ও সংক্ষিপ্ত ইতিহাস।
তারাব পৌরসভায় অবস্থিত সকল কওমী মাদরাসাঃ
ছেলে মাদরাসাঃ
সিরাজুল উলূম আরাবিয়া মাদরাসা, তারাব দক্ষিণ।
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদরাসা ও এতিমখানা, রূপসী।
জামিয়া কারিমিয়া, খালপার।
দারুল কুরআন মাদরাসা, দিঘী বরাব।
জামিয়া কাওমিয়া আরাবিয়া তারাব বিশ্বরোড মাদরাসা।
পবনকুল আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সালাম মাদরাসা, পবনকুল।
কাসেমুল উলূম মাদরাসা, রূপসী চরপাড়া।
হাজী মনির উদ্দীন ব্যাপারী কওমী মাদরাসা, খাদুন।
জামিয়া কারিমীয়া দারুল উলূম ও এতিমখানা রুপসী কাজীপাড়া মাদরাসা।
নোয়াপাড়া মারকাযুল কোরআন মাদরাসা, নোয়াপাড়া (চৌধুরীঘাট)।
নূরুল উলুম মাদানিয়া মাদরাসা, বাঘপাড়া দিঘী বরাব।
বরাব ছকিনিয়া মহিউস সুন্নাহ মাদরাসা, দিঘী বরাব।
দারসুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা, বরাব।
দারুত তানযীল মাদরাসা, দক্ষিণ মাসাব।
উম্মুল ক্বোরা মাদরাসা বাংলাদেশ।
সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানার সকল কওমী মাদরাসা (নারায়ণগঞ্জ জেলা, পর্ব-১)
মহিলা মাদরাসাঃ
হাটিপাড়া যীন নুরাইন মহিলা মাদরাসা, হাটিপাড়া।
আল-মদিনা ইসলামিয়া মহিলা মাদরাসা, পূর্ব বরাব।
জামিয়া উম্মাহাতুল মুমীনিন মহিলা মাদরাসা, রসূলপুর।
দারুন নাজাত মহিলা মাদরাসা, দিঘী বরাব।
দাওয়াতুল কোরআন মহিলা মাদরাসা, দিঘী বরাব, সাইদ মার্কেট।
উলূমুল কোরআন মহিলা মাদরাসা, হাটিপাড়া।
আমাতুল্লাহ বালিকা মাদরাসা, দক্ষিণ মাসাব।
ফতুল্লা থানার সকল কওমী মাদরাসা (নারায়ণগঞ্জ জেলা, পর্ব-২)
মুড়াপাড়া ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসাঃ
ছেলে মাদরাসাঃ
মাছুমপুর জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, মাছুমপুর, রূপগঞ্জ।
মারকাযুল উলূম শাহী মাদরাসা, মুড়াপাড়া।
মহিলা মাদরাসাঃ
হযরত ফাতিমা (রা.) ইসলামিয়া মহিলা মাদরাসা, মাহমুদাবাদ।
পাবই তালীমুল কোরআন মহিলা মাদরাসা, পাবই।
*বিজ্ঞাপন
ভূলতা ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসাঃ
ছেলে মাদরাসাঃ
মহব্বতপুর (মাঝিপাড়া) ইসলামিয়া আরাবিয়া মাদরাসা, মাঝিপাড়া, রূপগঞ্জ।
মোহামাদিয়া হাফিজিয়া মাদরাসা, ঠাকুরবাড়ি টেক।
দারুল উলূম পাঁচাইখা মাদরাসা, পাঁচাইখা।
মহিলা মাদরাসাঃ
ভুলতা আল হেরা মহিলা মাদরাসা।
বন্দর উপজেলার সকল কওমী মাদরাসা (নারায়ণগঞ্জ জেলা, পর্ব-৩)
গোলাকান্দাইল ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসাঃ
ছেলে মাদরাসাঃ
সাওঘাট দারুল উলূম নূরে মদিনা মাদরাসা ও এতিমখানা, সাওঘাট।
মাদানী মাদরাসা, হোড়গাঁও।
ইসলামবাগ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, ইসলামবাগ (কালি)।
মহিলা মাদরাসাঃ
কারিমিয়া ইছহাকিয়া এশিয়ান মহিলা মাদরাসা।
ছওতুল হেরা মহিলা মাদরাসা, শিংলাব।
মাদানী বালিকা মাদরাসা, হোড়গাঁও।
সোনারগাঁও উপজেলার সকল কওমী মাদরাসা (নারায়ণগঞ্জ জেলা, পর্ব-৪)
দাউদপুর ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসাঃ
ছেলে মাদরাসাঃ
জামিয়া সাহবানিয়া দারুল উলূম, কুলিয়াদি (দিঘলিয়ারটেক)।
(এই ইউনিয়নে কোন কওমী মহিলা মাদরাসা নেই। অথবা রয়েছে কিন্তু এই ইউনিয়নের কোন কওমী মহিলা মাদরাসার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
রূপগঞ্জ ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসাঃ
ছেলে মাদরাসাঃ
তাওহিদুল উলূম বাবুস সালাম মাদরাসা, ছনি টেকনোয়াদ্দা।
জামিউল উলুম ও তাহফিজুল কুরআন মাদরাসা,পিতলগঞ্জ।
(এই ইউনিয়নে কোন কওমী মহিলা মাদরাসা নেই। অথবা রয়েছে কিন্তু এই ইউনিয়নের কোন কওমী মহিলা মাদরাসার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
কায়েতপাড়া ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসাঃ
ছেলে মাদরাসাঃ
খামারপাড়া ইসলামিয়া দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, খামারপাড়া।
দারুল উলুম কওমী মাদরাসা, পূর্বগ্রাম।
মাদরাসাই- ই – ইসলামিয়া জামেউল উলূম, পশ্চিমগাঁও।
মহিলা মাদরাসাঃ
আজিমুন নিছা মহিলা মাদরাসা, খামারপাড়া।
ভোলাব ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসাঃ
(এই ইউনিয়নে কোন কওমী মাদরাসা নেই। অথবা রয়েছে কিন্তু এই ইউনিয়নের কোন কওমী মাদরাসার তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।)
কিছু কথা
১. এই লেখাটিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আওতাধীন এলাকাসমূহের সকল কওমী মাদরাসার তালিকা নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবুও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মাদরাসার নাম বাদ পড়তে পারে, কোন মাদরাসার ঠিকানা লেখায় ভুল হতে পারে অথবা এমনও হতে পারে যে, নিজস্ব ভবনে নির্মিত নয় এমন কিছু মাদরাসা তাদের পূর্বের ঠিকানা পরিবর্তন করেছে। যদি এমন কিছু চোখে পড়ে, তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানানোর অনুরোধ রইল।
২. যারা কোন মাদরাসায় পড়ছেন, পড়াচ্ছেন বা মাদরাসার সাথে জড়িত আছেন, তাদের কাছে অনুরোধ, আপনাদের মাদরাসার পরিচিতি, ভিজিটিং কার্ড বা মাদরাসার প্রধান ফটকের ছবি আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। আমাদের পরবর্তী কার্যক্রম গুছিয়ে নেওয়ার জন্য এটি খুবই জরুরী।
Facebook Comments