বন্দর উপজেলা, নারায়ণগঞ্জ জেলার ক্ষুদ্রতম উপজেলা। নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্বে শীতলক্ষ্যা নদীর পাশে অবস্থিত এ উপজেলাটি। বন্দর উপজেলায় মোট পাঁচটি ইউনিয়ন রয়েছে। সেগুলো হচ্ছেঃ কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, ধামগড় ও মদনপুর ইউনিয়ন। বন্দর উপজেলায় পূর্বে ‘কদমরসূল’ নামে একটি পৌরসভাও ছিল। সেই পৌরসভার আওতাধীন এলাকাকে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। বন্দর উপজেলার সিটি কর্পোরেশন এলাকা এবং পাঁচ ইউনিয়নে অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হয়েছে এই লেখাটিতে।