ফতুল্লা থানার সকল কওমী মাদরাসা (নারায়ণগঞ্জ জেলা, পর্ব-২)

ফতুল্লা মাদরাসা

নারায়নগঞ্জ সদর উপজেলার অন্তর্গত একটি থানা ফতুল্লা। মোট পাচটি ইউনিয়ন নিয়ে গঠিত এই থানাটি। সেই ইউনিয়নগুলো হচ্ছেঃ ফতুল্লা, কুতুবপুর, কাশিপুর, এনায়েতনগর ও বক্তাবলী ইউনিয়ন। এই লেখাটিতে ফতুল্লা থানার অন্তর্গত পাচ ইউনিয়নের সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হয়েছে৷

ফতুল্লা
হযরত শাহ্‌ ফতেহ উল্লাহ রহঃ- এর মাজার। যার নামেই নামকরণ করা হয়েছে ফতুল্লা এলাকার।

 

ফতুল্লা ইউনিয়নের সকল কওমী মাদরাসা

ছেলে মাদরাসা

জামিয়া আরাবিয়া আনওয়ারুল উলূম হাজী সাইজউদ্দীন মাদরাসা, কুতুব আইল (শিবু মার্কেট)।

জামিয়া হোসাইনিয়া আরাবিয়া, হাজীগঞ্জ।

জামিয়া ইবনে আব্বাস (রা.) ইসলামিয়া মাদরাসা, পশ্চিম কায়েমপুর, ফতুল্লা।

জামিয়া কারীমিয়া ইসলামিয়া মাদরাসা, পূর্ব ইসদাইর।

মারকাযুত তালীম রশিদীয়া মাদরাসা, দাপাইদ্রাকপুর।

জামিয়া আরাবিয়া তালিমুস সুন্নাহ (মাদরাসা), কুতুব আইল।

মদীনাতুল উলূম হামিউস সুন্নাহ মাদরাসা, দক্ষিণ সস্তাপুর।

জামিয়া ইসলামিয়া রওযাতুল উলূম, লালপুর।

মাদরাসায়ে সিরাজুল উলূম, দক্ষিণ সেহাচর।

জোড়পুর নূরানী মাদরাসা, দাপা ইদ্রাকপুর (জরপুল)।

দারুল উলূম জমিরিয়া মাদরাসা, আল আমিনবাগ, টাগাড় পাড়।

মাদরাসা বাইতুল হাফিজ রওযাতুল কোরআন, ফতুল্লা থানা  সংলগ্ন।

 

কওমী মাদরাসার পরিচয় ও সংক্ষিপ্ত ইতিহাস।

 

মহিলা মাদরাসা

রহমানিয়া আদর্শ বালিকা মাদরাসা, পশ্চিম ইসদাইর (টাগার পাড়)।

রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা, পূর্ব সস্তাপুর, ফতুল্লা।

বাহরুল উলুম আদর্শ মহিলা মাদরাসা, লালপুর।

জামেয়া দারুস সাঈদ মহিলা মাদরাসা, কুতুব আইল, কাঠেরপুল।

দ্বারে মদীনা মহিলা মাদরাসা, সস্তাপুর।

আল ফালাহ মহিলা মাদরাসা, ১১০/৩ জামতলা, হাজী হাবীবুর রহমান সড়ক (হায়দার আলী রোড সংলগ্ন), ফতুল্লা।

আল জামিয়াতুল কুরআনিয়া হাজী আলাউদ্দীন মহিলা মাদরাসা, ১২৩ নতুন চাষাড়া, জামতলা মসজিদ রোড, ফতুল্লা।

বাইতুল হাফিজ মহিলা মাদরাসা, ফতুল্লা বাজার থানার গেইট, ফতুল্লা।

 

সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানার সকল কওমী মাদরাসা (নারায়ণগঞ্জ জেলা, পর্ব-১)

*বিজ্ঞাপনহাফেজ মাদানি নেসাব

 

 

কাশীপুর ইউনিয়নের সকল কওমী মাদরাসা

ছেলে মাদরাসা

জামিয়া আরাবিয়া দারুল উলূম, দেওভোগ।

জামিয়া কাসেমুল উলূম মাদানিয়া।

মারকাযুল উলূম আল ইসলামিয়া, উত্তর কাশীপুর (হাজীপাড়া)।

আল জামিয়াতুল আহলিয়াতুল মামুনিয়া নারায়ণগঞ্জ, মধ্য নরসিংহপুর।

আলহাজ্ব আব্দুল লতিফ দারুল উলূম মাদরাসা, পশ্চিম ভোলাইল।

দারুল আরকাম কওমী মাদরাসা, উত্তর গোয়ালাবন্দ।

নূরুল কুরআন মাদরাসা, ভোলাইল।

 

 

মহিলা মাদরাসা

খাদিজাতুল কোবরা রা. মহিলা মাদরাসা, পশ্চিম দেওভোগ নাগবাড়ী।

মাহেলা খাতুন বালিকা মাদরাসা, হাজীপাড়া।

ইসমতিয়া মহিলা মাদরাসা এন্ড কিন্ডারগার্ডেন, পশ্চিম দেওভোগ, সদর।

দারুল আরকাম মহিলা মাদরাসা, খিল মার্কেট।

দারুন নাজাত মহিলা মাদরাসা, কাশিপুর মধ্যপাড়া।

জামিয়া মদীনাতুল উলূম মহিলা মাদরাসা, পশ্চিম ভোলাইল।

ইসলাহুল বানাত শাফিয়া খাতুন বালিকা মাদরাসা, ভোলাইল।

মাহমুদীয়া মহিলা মাদরাসা, উত্তর নরসিংহপুর শামছুল আলমের মোড়।

নূরে মদীনা দারুল উলূম মহিলা মাদরাসা, উত্তর নরসিংহপুর।

উসওয়াতুন হাসানাহ মহিলা মাদরাসা, পূর্ব আমবাগান।

 

 

 

কুতুবপুর ইউনিয়নের সকল কওমী মাদরাসা

ছেলে মাদরাসা

মারকাযে তালীমুল কুরআন, পূর্ব শান্তিধারা (রাঘুনাথপুর), সাইনবোর্ড।

মাদরাসা দাওয়াতুল কুরআন, ভুইগড়।

মাদরাসা দারুস সুন্নাহ, মাহমুদপুর।

জামিয়া কুরআনিয়া ইমদাদিয়া, আলীগঞ্জ।

জামিয়া কাসেমিয়া দারুল উলূম মাদরাসা, ভূইগড়।

জামিয়া তালিমিয়া (মাদরাসা), আদর্শনগর।

মাখযানুস সুন্নাহ মাহমুদিয়া মাদরাসা, পিলকুনি।

নূরবাগ দারুল উলূম ইসলামী প্রি-ক্যাডেট মাদরাসা, নূরবাগ।

হাজী মিসির আলী হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা, দেউলপাড়া।

দারুল হুদা আল ইসলামী মাদরাসা, ভুইগড়।

মাদরাসাতুল ইহসান বাংলাদেশ, প্যারাডাইস সিটি, পাগলা।

মাদরাসাতুল মক্কী আল আরাবী, নয়ামাটি (পূর্ব লামাপাড়া)।

জামিয়া শফিকিয়া (মাদরাসা), পশ্চিম লামাপাড়া।

জামিয়া হক্কানিয়া আরাবিয়া, ভূঁইগড়।

মাদরাসায়ে হাফেজ্জি হুজুর রহঃ, বাড়ি-৩৮, রোড-২, গিরিধারা।

গাফফারিয়া তালিমুল ইসলাম কওমী মাদরাসা, লামাপাড়া।

আলহাজ্বা আনোয়ারা খাতুন এমদাদুল উলুম মাদরাসা, নন্দলালপুর।

আলেকজান বিবি হামিদিয়া হাফিজিয়া নুরানী মাদরাসা, দক্ষিণ রসূলপুর।

জামিয়া ইবরাহীমিয়া আখতারুল উলুম মাদরাসা, রঘুনাথপুর (আজিমুশশান মসজিদ সংলগ্ন)।

তফুরিয়া আহমাদিয়া মাদরাসা ও এতিমখানা, পশ্চিম নন্দলালপুর।

মারকাযুল ফোরকান আল ইসলামী মাদরাসা, ভূঁইগড় পূর্বপাড়া।

হযরত ওসমান রা. তাহফিজুল কুরআন মাদরাসা, আব্দুল্লাহ ভিলা, তুষারধারা আ/এ।

রশিদিয়া সিরাজুল উলূম মাদরাসা, ভূঁইগড়।

 

 

মহিলা মাদরাসা

নূরবাগ খাতুনে জান্নাত মহিলা মাদরাসা, নূরবাগ।

দারুল উলুম রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা, নন্দলালপুর।

জামিয়া আরাবিয়া দারুল উলূম শাহানুর বেগম মহিলা মাদরাসা, দক্ষিণ শিয়াচর।

দারুল উলুম মহিলা মাদরাসা ও এতিমখানা, ভুইগড়।

জামিয়া মুক্তার হোসেন মহিলা মাদরাসা, লামাপাড়া।

আয়েশা সিদ্দীকা রা. মহিলা মাদরাসা, আদর্শ নগর, ফতুল্লা।

রিয়াজুল উলূম মহিলা মাদরাসা, দক্ষিণ রসূলপুর।

মদীনাতুল উলূম মহিলা মাদরাসা, দক্ষিণ শিয়াচর।

দারুল উলূম যাহিদা মহিলা মাদরাসা, দক্ষিণ নয়ামাটি, ফতুল্লা।

ছাওতুল হেরা মহিলা মাদরাসা, দক্ষিণ দেলপাড়া টাওয়ার পাড়।

উম্মে মুআয তা’লীমুন নিসা মহিলা মাদরাসা, ভুইগড়।

দারুল উলূম মহিলা মাদরাসা, পূর্ব রসূলপুর।

 

 

 

বক্তাবলী ইউনিয়নের সকল কওমী মাদরাসা

ছেলে মাদরাসা

বক্তাবলী ফয়জুল উলূম কওমী মাদরাসা, চর বক্তাবলী।

আহমাদিয়া আরাবিয়া মাদরাসা, পূর্ব রাজাপুর।

 

মহিলা মাদরাসা

মধ্যনগর দারুস সুন্নাহ মহিলা মাদরাসা, মধ্যনগর।

দারুল উলূম আম্বিয়া খাতুন আদর্শ মহিলা মাদরাসা, রামনগর।

মাদরাসা খাতুনে জান্নাত রা., হাজীপাড়া, (উত্তর গোপালনগর)।

মাহমুদিয়া মুইনুল উলূম মহিলা মাদরাসা, রাধানগর পূর্ব পাড়া।

রাবেয়া খাতুন তালীমুল কুরআন মহিলা মাদরাসা, লক্ষ্মীনগর পূর্ব পাড়া।

 

 

 

এনায়েতনগর ইউনিয়নের সকল কওমী মাদরাসা

ছেলে মাদরাসা

মুহিউসসুন্নাহ জামিয়া ছিদ্দিকিয়া ইসলামিয়া, মধ্য ধর্মগঞ্জ।

জামিয়া ইমাম আবু হানিফা (রহঃ) খোরশেদ আলম ইসলামিয়া মাদরাসা, ৯৮নং উত্তর মাসদাইর।

আজমতপুর ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদরাসা, হরিহর পাড়া।

দ্বীন ইসলাম নুরানী হাফেজিয়া মাদরাসা, ১৯১ পশ্চিম মাসদাইর।

জামিয়া মাহমুদিয়া, চৌধুরী কমপ্লেক্স, মাসদাইর।

মাদরাসাতুল ইহসান, ১৬০ আদর্শ সুপার মার্কেট, মাসদাইর বাজার মসজিদ।

জামিয়া আরাবিয়া মদীনাতুল উলূম মাদরাসা, শাসনগাঁও।

হযরত আবু যর গিফারী রা. মাদরাসা, ধর্মগঞ্জ।

মাদরাসা দারুস সালাম, রুপসী হাউজিং।

তারতীলুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসাগুলনাহার ভবন, পঞ্চবটি।

 

 

মহিলা মাদরাসা

জামিয়া কাসেমিয়া মহিলা মাদরাসা, উত্তর মাসদাইর।

বাইতুল হিদায়া (মহিলা) মাদিরাসা, পশ্চিম মাসদাইর।

ইসলাহুল উম্মাহ বালিকা মাদরাসা, ধর্মগঞ্জ, ফতুল্লা।

আয়শা সিদ্দিকা রা. মহিলা মাদরাসা, পঞ্চবটী মোড়।

হালিমা সাদিয়া রা. বালিকা মাদরাসা, শেরে বাংলা রোড, মাসদাইর।

মাহমুদিয়া উম্মে সালমা রা. মহিলা মাদরাসা, মুসলিম নগর।

তারতীলুল কুরআন বালিকা মাদরাসা, হরিহর পাড়া।

দারুত তাকওয়া মদিনা মাদরাসা (বালিকা শাখা), উত্তর মাসদাইর (গাবতলী রোড), ফতুল্লা।

দারুল কোরআন ওয়াল হাদীস, মাসদাইর শেরে বাংলা লিংক রোড, ফতুল্লা।

মুহাম্মাদীয়া মহিলা মাদরাসা, মাসদাইর গোরস্তান, ফতুল্লা।

জামিয়া হুসাইনিয়া বালিকা মাদরাসা, মিরবক্স প্লাজা, পঞ্চবটি।

দারুল কুরআন মাদরাসা (বালিকা শাখা), এনায়েতনগর।

 

 

কিছু কথা

১. এই লেখাটিতে ফতুল্লা থানার আওতাধীন এলাকাসমূহের সকল কওমী মাদরাসার তালিকা নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবুও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মাদরাসার নাম বাদ পড়তে পারে, কোন মাদরাসার ঠিকানা লেখায় ভুল হতে পারে অথবা এমনও হতে পারে যে, নিজস্ব ভবনে নির্মিত নয় এমন কিছু মাদরাসা তাদের পূর্বের ঠিকানা পরিবর্তন করেছে। যদি এমন কিছু চোখে পড়ে, তাহলে আমাদের ফেসবুক পেজে  মেসেজ দিয়ে জানানোর অনুরোধ রইল।

 

২. যারা কোন মাদরাসায় পড়ছেন, পড়াচ্ছেন বা মাদরাসার সাথে জড়িত আছেন, তাদের কাছে অনুরোধ, আপনাদের মাদরাসার পরিচিতি, ভিজিটিং কার্ড বা মাদরাসার প্রধান ফটকের ছবি আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। আমাদের পরবর্তী কার্যক্রম গুছিয়ে নেওয়ার জন্য এটি খুবই জরুরী।

 

Facebook Comments