ধামরাই উপজেলার সকল কওমী মাদরাসা (ঢাকা জেলা, পর্ব-১৫)

ঢাকা জেলার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত একটি উপজেলা ধামরাই। এই লেখাটিতে ধামরাই উপজেলার সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হয়েছে।

ধামরাই কওমী মাদরাসা
ঢাকা জেলার ম্যাপে ধামরাই উপজেলাকে হলুদ বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়েছে।

 

ধামরাই উপজেলার সকল কওমী মাদরাসা।

ছেলে মাদরাসা

জামিয়া ইসলামিয়া হাফিজুল উলূম, ইসলামপুর, ধামরাই পৌর এলাকা।

জামিয়া মুইনুল ইসলাম ও এতিমখানা, হাতকোড়া, গাংগুটিয়া।

জামিয়া আরাবিয়া ইশাতুল উলূম দেশাপাই, কালামপুর, সূতিপাড়া।

জালসা রশিদিয়া দারুল উলূম মাদরাসা ও এতিমখানা, জালসা, গাংগুটিয়া।

ইসলামাবাদ (নান্দেশ্বরী) ইবরাহিমিয়া দারুল উলূম মাদরাসা, সাটুরিয়া।

বালিথা বাথুলী হাফিজিয়া দারুল উলূম মাদরাসা, বালিথা, সূতিপাড়া।

ডাউটিয়া ইসলামিয়া কওমী মাদরাসা, ডাউটিয়া, সোমভাগ।

খড়ারচর দারুল উলূম মাদরাসা ও এতিমখানা, খড়ার চর, বোয়াইল।

কুল্লাকেলিয়া এমদাদুল উলূম মাদরাসা, কুল্লা।

 

*বিজ্ঞাপনহাফেজ মাদানি নেসাব

 

নেদাউল কুরআন ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা, বানেশ্বর, সোমভাগ

যাদবপুর মদীনাতুল উলূম হাফিজিয়া মাদরাসা, যাদবপুর।

নওগাঁও ইমামিয়া মদীনাতুল উলূম মাদরাসা, সূতিপাড়া।

দারুল কুরআন আরাবিয়া মাদরাসা, চন্দ্রাইল, ধামরাই পৌর এলাকা।

দারুল উলূম শৈলান ও শৈলান ইউনুসিয়া এতিমখানা, শৈলান, সোমভাগ।

কালামপুর মারকাযুল উলূমিল ইসলামিয়া মাদরাসা, কালামপুর, সূতিপাড়া।

মারকায উমর বিন খাত্তাব (রাঃ), ডেমরান, ধামরাই ইউনিয়ন।

হযরত পাঁচপীর শাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা, পাঠানটোলা, ধামরাই পৌর এলাকা।

মদীনাতু উলূম মাদরাসা মসজিদ কমপ্লেক্স, ইসলামনগর, লাকুরিয়াপাড়া, ধামরাই পৌর এলাকা।

 

মহিলা মাদরাসা

ধামরাই কাসেমুল উলূম বালিকা মাদরাসা, মোকাম টোলা।

ইসলামাবাদ ফাতেমা বিনতে মুহাঃ আরজু বেগম মহিলা মাদরাসা, নান্দেশ্বরী, আমতা।

হযরত খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, কালামপুর, সূতিপাড়া।

হযরত ফাতিমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদরাসা, গোয়ালদী, সোমভাগ।

আর রহমান বালিকা মাদরাসা, যাদবপুর।

বান্নাখোলা বাহরুন্নেসা মহিলা মাদরাসা, বান্নাখোলা, কুশুরা।

ডাউটিয়া গোয়ালদী কাশিমপুর মহিলা মাদরাসা, ডাউটিয়া, সোমভাগ।

 

কিছু কথা

১. এই লেখাটিতে ধামরাই উপজেলায় অবস্থিত এলাকাসমূহের সকল কওমী মাদরাসার তালিকা নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবুও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মাদরাসার নাম বাদ পড়তে পারে, কোন মাদরাসার ঠিকানা লেখায় ভুল হতে পারে অথবা এমনও হতে পারে যে, নিজস্ব ভবনে নির্মিত নয় এমন কিছু মাদরাসা তাদের পূর্বের ঠিকানা পরিবর্তন করেছে। যদি এমন কিছু চোখে পড়ে, তাহলে আমাদের ফেসবুক পেজে  মেসেজ দিয়ে জানানোর অনুরোধ রইল।

 

২. যারা কোন মাদরাসায় পড়ছেন, পড়াচ্ছেন বা মাদরাসার সাথে জড়িত আছেন, তাদের কাছে অনুরোধ, আপনাদের মাদরাসার পরিচিতি, ভিজিটিং কার্ড বা মাদরাসার প্রধান ফটকের ছবি আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। আমাদের পরবর্তী কার্যক্রম গুছিয়ে নেওয়ার জন্য এটি খুবই জরুরী।

Facebook Comments

Leave a Comment