ঢাকা জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত দুইটি উপজেলা দোহার ও নবাবগঞ্জ। এই লেখাটিতে এই দুই উপজেলার সকল কওমী মাদরাসার তালিকা তুলে ধরা হয়েছে।

দোহার উপজেলায় অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
আল জামিয়াতুল ইসলামিয়া ফজলে খোদা, মালিকান্দা।
শিলাকৌঠা এমদাদুল উলূম মাদরাসা, শিলাকৌঠা।
জামিয়া ইমদাদিয়া ইসলামাবাদ মাদরাসা, মালিকান্দা।
মদীনাতুল উলূম ক্বাওমীয়া মাদরাসা, পশ্চিম দোয়াইর।
শামসুল উলুম মাদরাসা, ডাইয়ারকুম, ডাইয়া গজারিয়া।
আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) মাদরাসা, পশ্চিম মৌড়া।
দারুল উলূম কওমীয়া মাদরাসা ও এতিমখানা, নারিশা পশ্চিমচর।
মাহমুদপুর আশরাফুল উলূম মাদরাসা ও এতিমখানা, দঃ চর কুশাই।
মহিলা মাদরাসা
আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা, দেবীনগর।
আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলূম লিল বানাত, মেঘুলা।
দারুল উলূম মহিলা মাদরাসা, মধুরখোলা, মুকসুদপুর।
খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, দুবলী।
*বিজ্ঞাপন
নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত সকল কওমী মাদরাসা
ছেলে মাদরাসা
গালীমপুর জামিয়া মদীনাতুল উলূম মাদরাসা ও এতিমখানা, সুয্যখালী।
আল জামিয়াতুল মাহমুদিয়া, মাহমুদপুর (টিকরপুর)।
শাহ ক্বারী মুহাঃ ইসমাইল হাফিজিয়া কওমী মাদরাসা, সোনাহাজরা।
কামারখোলা ইসলামিয়া মাদরাসা, কামার খোলা।
শোল্লা মুহিউস সুন্নাহ মাদরাসা, শোল্লা।
সৈয়দপুর এমদাদুল উলূম মাদরাসা, সৈয়দপুরো।
নয়াকান্দা দাড়িকান্দা আব্দুল আজিজ হাফিজিয়া মাদরাসা, নয়াকান্দা।
সোনাতলা হাফিজিয়া কওমী মাদরাসা, সোনাতলা।
পাড়াগ্রাম লতিফিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা, পাড়াগ্রাম।
আশরাফুল উলূম মাদরাসা, জৈনতপুর।
ছত্রপুর হাজী আকমত মোল্লা জামিয়া ইসলামিয়া, ছত্রপুর।
মহিলা মাদরাসা
মুন্সীনগর মদিনাতুল উলূম মহিলা মাদরাসা, মুন্সিনগর।
কিছু কথা
১. এই লেখাটিতে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত এলাকাসমূহের সকল কওমী মাদরাসার তালিকা নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবুও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মাদরাসার নাম বাদ পড়তে পারে, কোন মাদরাসার ঠিকানা লেখায় ভুল হতে পারে অথবা এমনও হতে পারে যে, নিজস্ব ভবনে নির্মিত নয় এমন কিছু মাদরাসা তাদের পূর্বের ঠিকানা পরিবর্তন করেছে। যদি এমন কিছু চোখে পড়ে, তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানানোর অনুরোধ রইল।
২. যারা কোন মাদরাসায় পড়ছেন, পড়াচ্ছেন বা মাদরাসার সাথে জড়িত আছেন, তাদের কাছে অনুরোধ, আপনাদের মাদরাসার পরিচিতি, ভিজিটিং কার্ড বা মাদরাসার প্রধান ফটকের ছবি আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। আমাদের পরবর্তী কার্যক্রম গুছিয়ে নেওয়ার জন্য এটি খুবই জরুরী।
Facebook Comments