ঢাকার উত্তরপ্রান্তে গাজীপুর সদর উপজেলার নিকটে অবস্থিত উত্তরখান থানা। এই থানার দক্ষিণ দিকে অবস্থিত দক্ষিণ থানা। এই দুই থানায় অবস্থিত সকল কওমী মাদরাসার তালিকা রয়েছে এই লেখাটিতে।

উত্তরখান থানায় অবস্থিত সকল কওমী মাদরাসা
উত্তরখান থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ উত্তরখান, চামুরখান, কাঁচকুড়া, মাষ্টারপাড়া ও মঈনের টেক।
ছেলে মাদরাসা
মারকাযুল কুরআন ঢাকা, মাষ্টার পাড়া।
ইসলামিয়া ফারুকিয়া মাদরাসা, মাষ্টার পাড়া।
বিজ্ঞাপন*
দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা, মৈনারটেক।
মাদরাসা দারুত তাকওয়া ঢাকা।
জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ, ১৬৫৭/১, শাহ কবির মাজার চৌরাস্তা।
উত্তরখান বেপারীপাড়া মুহাম্মাদিয়া ক্বাওমিয়া মাদরাসা।
উত্তরখান সিদ্দিকীয়া কাওমিয়া মাদরাসা, বেপারীপাড়া।
জামেয়া শায়েখ জাকারিয়া, কাঁচকুড়া।
জামিয়া ইসলামিয়া যমীরিয়া (মুনশীবাড়ী), মাজার চেরাগীপাড়া।
মদিনাতুল উলূম ইসলামিয়া মাদরাসা।
দেবাদীয়া মোহাম্মাদীয়া (লিল্লাহ) মাদরাসা ও এতিমখানা।
আটিপাড়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, আটিপাড়া।
আল মাদরাসাতুল ইসলামিয়া শাফিউল উম্মাহ, মাদারবাড়ী।
সালেহা তাহফীজুল কোরআন মাদরাসা, গাওয়াইর কাজীবাড়ী রোড।
মহিলা মাদরাসা
তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদরাসা, আদর্শপাড়া।
উত্তরখান দারুল উলূম মহিলা মাদরাসা, ৫৯২/১, বালুর মাঠ, জামতলা।
জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম, কাঁচকুড়া।
দক্ষিণখান থানায় অবস্থিত সকল কওমী মাদরাসা
দক্ষিণখান থানায় অবস্থিত উল্লেখযোগ্য এলাকাসমূহঃ দক্ষিনখান, দেওয়ানপাড়া, ফায়দাবাদ, গাওয়াইর, চালাবন, আজমপুর (আংশিক) এবং আশকোনা (আংশিক)।
ছেলে মাদরাসা
গাওয়াইর ইসলামিয়া মাদরাসা, গাওয়াইর।
দারুল উলূম মাদরাসা, দক্ষিণখান।
জামেয়া রশিদিয়া এনায়েতুল ইসলাম, মোল্লাপাড়া।
জামিয়া আশরাফিয়া মাহমুদুল উলূম মাদরাসা, আশিয়ান সিটি।
মাদরাসাতুর রহমান আল আরাবিয়া, সর্দারবাড়ি।
ফায়দাবাদ জামিয়াতুল মুহাজিরীন আল ইসলামিয়া।
দারুল উলূম মাহমূদিয়া, বরুয়া লনজনীপাড়া।
আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া মুহিয়্যুসসুন্নাহ, আজমপুর।
জামিয়া মুহাম্মদীয়া আরাবিয়া ঢাকা-১২৩০, পূর্ব গাওয়াইর।
দারুস সালাম মাদরাসা ও এতিমখানা, মধুবাগ।
জামিয়া আবু হুরায়রা (রাঃ) মাদরাসা, আশকোনা।
জামিয়া ইসলামিয়া কাওমিয়া, আজমপুর সুপার মার্কেট।
দারুল উলূম ফায়দাবাদ মাদরাসা, ফায়দাবাদ মধ্য পাড়া।
বাইতুল মুমিন মাদরাসা, মুন্সি মার্কেট।
আনোয়ারুল মদীনাতিল মুনাওয়ারা, ২৭০, চোয়ারির টেক (কোটবাড়ী ব্রিজ সংলগ্ন), ফায়দাবাদ।
জামিয়া ইব্রাহিমিয়া কারীমিয়া দেওয়ান বাড়ী মাদরাসা, দেওয়ানপাড়া।
আশকোনা দারুল উলূম বাবুস সালাম মাদরাসা, আশকোনা।
মাদরাসুল মদীনা আল ইসলামিয়া, ফায়দাবাদ, গণকবরস্থান রোড।
জামিয়া এমদাদিয়া জহুরুন নিসা ও এতিমখানা, মধ্য গাওয়াইর।
তালীমুল কুরআন মাদরাসা, রসূলবাগ।
দারুল আশরাফ মাদরাসা, নৈইম উদ্দীন রোড।
মাদরাসাতুন নূর, মোল্লারটেক।
বাইতুল কুরআন মাদরাসা, সওদাগরপাড়া।
জামিয়া রশিদিয়া ও এতিমখানা, মধ্য গাওয়াইর।
নদ্দাপাড়া দারুল ইসলাম মাদরাসা ও এতিমখানা, নদ্দাপাড়া।
নেতি হাজেরা ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, দক্ষিণ গাওয়াইর।
মুসলিহুল উম্মাহ হিফজ মাদরাসা, কাচাবাজার জামতলা।
মাদরাসা-ই আব্বাসিয়া ও এতিমখানা, আব্বাসবাগ।
জামিয়া উসমানিয়া মুশতাকুল উলূম মাদরাসা, শ্যামলবাগ।
মাদরাসাই রাবেতা আল ইসলামিয়া, দক্ষিণ গাওয়াইর
মা’হদাসুস সুন্নাহ, ৭১৭/১, আশকোনা।
আল মাদরাসাতু নূরুল উলূম, উচ্চারটেক, মেডিকেল রোড।
মহিলা মাদরাসা
তাহযীবুল বানাত উত্তরা মহিলা মাদরাসা, দক্ষিণ আযমপুর।
আল মাদরাসাতুল ইসলামিয়া তালীমুল উম্মাহ, ফায়দাবাদ।
আক্তারুন নিসা নূন দারুল উলূম মহিলা মাদরাসা ও কিন্ডার গার্ডেন, ৩০/এ, শ্যামলবাগ।
জামেয়া মাদানিয়া মহিলা মাদরাসা।
ফাতেমাতুজ্জাহরা (রাঃ) মহিলা মাদরাসা, সরদারবাড়ী।
মাসতুরাত মহিলা মাদরাসা, মধ্য আজমপুর, মুন্সি মার্কেট।
তালীমুল ইসলাম বালিকা মাদরাসা, ফায়দাবাদ।
ইসলাহুল উম্মাহ মহিলা মাদরাসা, চালাবন।
দারুন নাজাত আদর্শ বালিকা মাদরাসা, কাওলার।
শেখ মঈনুদ্দীন (রহঃ) দারুস সুন্নাহ মাদরাসা (বালিকা শাখা), ৬৬, আশরাফ ম্যানশন।
আসমাউল হুসনা আল আরাবিয়া মহিলা মাদরাসা, মধুবাগ।
আল জামিয়াতুল ইসলামিয়া সাওতুল হেরা বালিকা মাদরাসা, ফায়দাবাদ।
রওযাতুন নাসিমা মহিলা মাদরাসা, ফায়দাবাদ ট্রান্স মিটার।
নূরুল উলূম মহিলা মাদরাসা, কাঁচাবাজার।
হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা, ৩৮, কাওলার মধ্যপাড়া।
কিছু কথা
১. এই লেখাটিতে উত্তরাখান ও দক্ষিনখান থানায় অবস্থিত এলাকাসমূহের সকল কওমী মাদরাসার তালিকা নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবুও অনাকাঙ্ক্ষিতভাবে কিছু মাদরাসার নাম বাদ পড়তে পারে, কোন মাদরাসার ঠিকানা লেখায় ভুল হতে পারে অথবা এমনও হতে পারে যে, নিজস্ব ভবনে নির্মিত নয় এমন কিছু মাদরাসা তাদের পূর্বের ঠিকানা পরিবর্তন করেছে। যদি এমন কিছু চোখে পড়ে, তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানানোর অনুরোধ রইল।
২. যারা কোন মাদরাসায় পড়ছেন, পড়াচ্ছেন বা মাদরাসার সাথে জড়িত আছেন, তাদের কাছে অনুরোধ, আপনাদের মাদরাসার পরিচিতি, ভিজিটিং কার্ড বা মাদরাসার প্রধান ফটকের ছবি আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। আমাদের পরবর্তী কার্যক্রম গুছিয়ে নেওয়ার জন্য এটি খুবই জরুরী।
Facebook Comments